
করোনা ভাইরাসের এই সংকটের মুহূর্তে দুঃসংবাদ সোমালিয়ার ক্রীড়াঙ্গনে। দেশটির জাতীয় দলের সাবেক গোলরক্ষক আব্দিওয়ালি ওলাদ কনইয়ারেকে মসজিদের ভেতর গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার সময় আব্দিওয়ালি মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন।
সোমালিয়ার ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী মোগাদিসু থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে আফগুয়ে শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ঘটনার সময় আব্দিওয়ালি মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন।
ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দেশটির ফুটবল ফেডারেশন।
আব্দিওয়ালি ওলাদ ২০১৫ সালে ফুটবল থেকে অবসর নেন। তারপর শুরু করেন কোচিং ক্যারিয়ার। ৩৯ বছর বয়সী আব্দিওয়ালি বর্তমানে সোমালিয়া যুব দলের গোলকিপার কোচ হিসেবে কাজ করছিলেন। তিনি সিএএফ ‘বি’ কোচিংয়ের লাইসেন্সও পেয়েছিলেন।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজে। আজই পাঠিয়ে দিন - feature.peoples@gmail.com