
কাবুল বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবার বিস্ফোরণে তালেবানের ২৮ সদস্য নিহত হয়েছে। তালেবানের এক সদস্য রয়টার্সকে এ তথ্য জানান। খবর বিবিসির।
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের ওই সদস্য বলেন, এ ঘটনায় আমরা আমেরিকার চেয়ে বেশি মানুষ হারিয়েছি।
হামলার সতর্কতা জারির মধ্যেই কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৩ মার্কিন সেনাসহ ৯০ জনের মৃত্যু হয়েছে। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।
পিএন/এনকে
আফগানিস্তান-সঙ্কট, কাবুল বিমানবন্দর, তালেবান
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে