নির্বাচনী আমেজে জমে উঠেছে বিএফডিসি পাড়া। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এবার এই নির্বাচনে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে লড়বেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত আলোচিত অভিনেতা ফেরদৌস।ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি। অনেকের মতে, আরো বড় পদে লড়তে পারতের ঢাকাই ছবির এই পরিচিত মুখ।
কেন বড় পদের প্রার্থী হননি সে ব্যাখ্যা দিয়েছেন এ চিত্রনায়ক। জানালেন, সময়ের অভাবে ও ব্যস্ততার জন্য বড় পদের প্রার্থী হননি তিনি।
এ বিষয়ে গণমাধ্যমকে ফেরদৌস বলেন, ‘যে সময় নিয়ে নির্বাচনে প্রস্তুতি নিতে হয় তা আমার হাতে ছিল না। অনেকগুলো সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আমি খুব একটা সময় দিতে পারব না। তাই আমি মনে করি শুধু শুধু বড় পদে গিয়ে লাভ নেই। আমি যে পদে কাজ করতে পারব সেই পদেই নির্বাচন করছি। কারণ শিল্পী সমিতি কোনো রাজনৈতিক সংগঠন না। কোনো লাভজনক প্রতিষ্ঠান না। এটা কারো ব্যবসা করার জায়গাও না। বর্তমানে কমিটিতে না থেকেও কিন্তু সব সময় চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকতে। জয়ী হলে এবার আরও সুযোগ পাব ইনশাল্লাহ’।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com