মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও গ্রামে একটি বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে পুর্ব শত্রুতার জের ধরে টিনের ঘরে আগুন দেয়া হয়েছে। গত শনিবার রাতে এই ঘটনা ঘটে। ওই এলাকার মো. বাবু ওরফে মনির এ ঘটনায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল সামাদ (৫৫) একই এলাকার রফিকুল ইসলাম (৪৮), অরিন (২৫), ইয়ার আলী (৫২), শাওন (২৩), জামাল (৫০), ফারদীন (২০), শফিক (৩০), বাবুলের (৩৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী জানায়, রাত ১০ টার দিকে হঠাৎ তারা আগুনের লেলিহান শিখা দেখতে পান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি নির্বাচন ও এলাকার বিভিন্ন বিষয় নিয়ে সাবেক মেম্বার আব্দুল সামাদ ও নবনির্বাচিত ইউপি সদস্য নুরুল আমিন মোড়লের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এসব দ্বন্দ্বের জের ধরে গত ২৩ জানুয়ারি আল-আমিন বাজারে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুরুল আমিন মোড়ল মেম্বারসহ উভয় পক্ষের ৯ জন আহত হয়। এনিয়ে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন।
মো. বাবু মনির বলেন, আল-আমিন বাজার সংলগ্ন মোড়ল মার্কেটের ম্যানেজার হিসেবে আমি কর্মরত আছি। গেল ইউপি নির্বাচনে নবনির্বাচিত ইউপি সদস্য নুরুল আমিন মোড়লের পক্ষে নির্বাচন করি। এর পর থেকেই প্রতিপক্ষ পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল সামাদ আমার ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করে। গত ২৩ তারিখে হামলার ঘটনার মামলার স্বাক্ষী হই আমি। এতে সামাদ মেম্বার আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ধারনা করছি সামাদ মেম্বার ও তার সহযোগীরা আমার টিনের ঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
সাবেক ইউপি সদস্য আব্দুল সামাদের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অগ্নিকান্ডের বিষয়ে আমি কিছুই জানি না। আমি আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলাম। পুর্ব শত্রুতার জের ধরে আমাদের বিরুদ্ধে অপ্রচার চালানো হচ্ছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছানোর পুর্বেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com