আশরাফুল ইসলাম গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা ও ওসি তদন্ত রুপ কুমার সরকারের দিক নির্দেশনা মোতাবেক এ এসআই নুর আলম সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের উদয়সাগর গ্রাম হতে মমিনুল ইসলাম ওরফে বান্টু মমিনকে ১ ফেব্রয়ারী মঙ্গলবার সকালে গ্রেফতার করে। গত ২০১৮ সালের জি আর ১২/১৮ মাদক মামলায় তাকে এ সাজা প্রদান করা হয়।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মমিনুল ইসলাম বান্টু মমিন পৌর শহরের উদয় সাগর গ্রামের মৃত আব্দুর রউফ মিয়ার ছেলে ।
থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান , গ্রেফতারকৃত মমিনুল ইসলাম বান্টু মমিন এক বছর এক মাসের জি আর মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসাবে পলাতক থাকায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com