ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আমদানি নিষিদ্ধ ৩২ বোতল ফেন্সিডিলসহ এক বাসযাত্রীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) দুলু মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) রাত ১১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলি মোড় এলাকায় চেকপোষ্ট স্থাপন করে একটি বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ওই ব্যক্তি হলেন, মমিন ওরফে মনিরুল (২৪)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মলানী-টেমটিয়া গ্রামের জমির উদ্দীনের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির বলেন, ঠাকুরগাঁও থেকে দিনাজপুর গামী পাটগ্রাম এক্সপ্রেস পরিবহনে তল্লাশী চালিয়ে আটক করা হয়েছে। এসময় তার নিকট থাকা একটি ব্যাগ থেকে ৩২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার আসামীকে সোমবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com