করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলা বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারির পর আর থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ রবিবার দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে এ কথা জানান তিনি।
সচিব জানান, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে সরকার ১ কোটি গণটিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
১ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।
তিনি জানান, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিপরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।
দেশে করোনার বিস্তার বেড়ে যাওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে সারাদেশে ওই বিধিনিষেধ কার্যকর হয়।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com