হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের বিরামপুর উপজেলায় চার কেজি গাঁজা ও ৪০ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিলসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর রাতে উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের দেশমা বাজার হতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, জেলার ফুলবাড়ি উপজেলার আখিঘটনা (বোরঙ্গা মোড়) গ্রামের মৃত- আনোয়ার হোসেনের ছেলে আতিয়ার রহমান ও মৃত- নজিমুদ্দিনের ছেলে একরামুল হক এবং একই উপজেলার কাচারীপাড়া গ্রামের মৃত- তজিমুদ্দিনের ছেলে রইচ উদ্দীন বাবু।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, গোপন সংবাদের ভিতিত্বে জানতে পারি যে, কয়েক জন মাদক চোরাকারবারী মাদক নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছে। পরে সেখানে এসআই হরিদাস বর্মনসহ কয়েক জন পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করলে বিনাইল ইউনিয়নের দেশমা বাজার থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশী করে ৪ কেজি গাঁজা এবং ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। এসময় আকবর হোসেন নামে এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যান। তাকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদকের মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com