মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার নারানপুর ও গঙ্গাদাশপুর মাঝ বরাবর সীমান্ত ভাটার সামনে ট্রাক্টর উল্টে যাওয়া ট্রাক্টর এর তলায় পড়ে নিহত হয় ১জন ।
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন গোয়াল পাড়া গ্রামের বড় মসজিদ পাড়ার আলী হোসেনের ছেলে হাসান আলি (১৮) ট্রাক্টর এর নিচে চাপা পড়ে নিহত হয় । এ সময় ট্রাক্টর ড্রাইভার ঘটনাস্থল থেকে পলাতক হয়। এলাকায় মাটি বহন কারি ট্টাকটর গাড়ি উড়নচণ্ডী ভাবে চলাচল করার কারণে আতংক বিরাজ করছে।
লাশটি জীবননগর থানা পুলিশ হেফাজতে রাখা রয়েছে।
বিষয়টি সত্য নিশ্চিত করেছেন জীবননগর থানার ইনচার্জ মোঃ আব্দুল খালেক।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com