মো: রেদওয়ানুল হক মিলন , ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রুমিন (৫) ও শোভা আক্তার (৪) নামে দুই শিশু মারা গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৬নং ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।
মৃত দুই শিশু ওই উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে রুমিন ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার। রুমিন ও শোভা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে খাওয়া শেষে তারা দুজনেই বাড়ির পাশের পুকুরে ধারে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় শিশু দু’টি। পানিতে পড়ার প্রায় দুই ঘন্টার পর স্থানীয় লোকজন পুকুরের পানিতে শিশু দুইটির মরদেহ ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে করেন।
হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়ে হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com