পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি বাংলাদেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছিলেন।
আজ মঙ্গলবার ঢাকার জাপান দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এসময় ঢাকার জাপান দূতাবাসে শিনজো আবের মৃত্যুতে খোলা শোক বইয়ে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শোক বইয়ে সইয়ের পর সাংবাদিকদের তিনি বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আমাদের বিশ্বস্ত বন্ধু ছিলেন। তিনি বাংলাদেশেও এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার আমন্ত্রণে জাপান সফর করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে আমরা জাপানকে সমর্থনও দিয়েছিলাম।
আর জাপান আমাদের অর্থনৈতিকভাবে নানা সহায়তা দিয়েছে। শিনজো আবে আমাদের দেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছিলেন।
ড. মোমেন আরও বলেন, জাপানের মতো একটি দেশে তিনি এভাবে মারা যাবেন, এটা একটি অবিশ্বাস্য ব্যাপার। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত ও মর্মাহত।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com