ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এসময় অন্তঃসত্ত্বা ওই নারীর গর্ভে থাকা সন্তান (মেয়ে শিশু) রাস্তায় ভূমিষ্ঠ হয়। দুর্ঘটনায় বাচ্চাটির একটি হাত ভেঙে গেলেও সে সুস্থ আছে। শিশুটি বর্তমানে কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রায়মনি এলাকার জাহাঙ্গীর আলম (৪২) তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না আক্তার (২৬) ও তাদের কন্যা সন্তান সানজিদা (৬)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, ‘জাহাঙ্গীর-রত্না দম্পতি আল্ট্রাসনোগ্রাম করার উদ্দেশ্য মেয়ে সানজিদাকে নিয়ে ত্রিশালে আসেন। পৌর শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যান। এসময় অন্তঃসত্ত্বা ওই নারীর গর্ভে থাকা সন্তান রাস্তায় ভূমিষ্ঠ হয়। বাচ্চাটি বর্তমানে কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’
ওসি আরও বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
[video width="240" height="256" mp4="https://peoplesnews24.com/wp-content/uploads/2022/07/E0A6AEE0A6B0E0A78DE0A6AEE0A6BEE2808CE0A6A8E0A78DE0A6A4E0A6BFE0A695_E0A6A6E0A782E0A6B0E0A78DE0A698E0A69FE0A6A8E0A6BE_E0A6AAE0A787E0A69F_E0A6ABE0A787E28240p.mp4"][/video]
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com