আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পানাতিপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই এলাকার মহুবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে মায়ের সাথে খেলা করছিল শিশু ফাহিম। এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের তাদের ঘরে আগুন লাগে। মা আগুন নেভাতে গেলে ওই শিশুটি তাদের ঘরের টিনের বেড়ায় হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সিঙ্গিমারী ইউনয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com