আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে উপজেলার কাকিনা, ভোটমারী ও তুষভাণ্ডার ইউনিয়নে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে সকল দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুতি মূলক সভায় উপজেলা যুবলীগের সভাপতি উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুরুন্নবী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদার রহমান, তুষভাণ্ডার ইউনিয়ন চেয়ারম্যান নুর ইসলাম, কাকিনা ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিক ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com