আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ছাগলের জন্য গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে হাসানুর রহমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসানুর উপজেলার দইখাওয়া মধ্যপাড়া এলাকার ইমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসানুর ছাগলের খাবারের জন্য কাঁঠাল গাছে উঠে গাছের পাতা কাটতেছিলো। এ সময় ওই গাছে থাকা বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায় হাসানুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com