মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২’ সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। কুড়িগ্রাম মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন হাট-বাজার, জেলে পল্লী, মাছ ঘাট, মৎস্য আড়ৎগুলোতে জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হচ্ছে। একইসাথে ব্যানার, পোষ্টার, লিফলেট, মাইকিং ইত্যাদির মাধ্যমে জেলেদের অভিযান সম্পর্কে জানান দেওয়া হচ্ছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম এই ২২ দিনের জন্য জেলেদের সরকারিভাবে চাল বরাদ্দ দেওয়া হবে।
কুড়িগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশের ডিম ছাড়ার সময়, তাই কুড়িগ্রামের ৯ উপজেলার বিভিন্ন নদী গুলো নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান,
সচেতনতা সভায় জেলেদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকছেন। এছাড়াও বাজারগুলোতেও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com