মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃপুলিশ সুপার, চুয়াডাঙ্গা আবদুল্লাহ্ আল-মামুনের সার্বিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইন-চার্জ আব্দুল খালেক এবং অন্যান্য অফিসার ও ফোর্সগণ জনসাধারণের জন্য সব ধরনের পুলিশি সেবার মান উন্নয়নে কাজ কাজ করে চলেছে।
এরই ধারাবাহিকতায় জীবননগর থানায় কর্মরত আত্মপ্রত্যয়ী এসআই (নিঃ)/মোঃ সাজ্জাদ হোসেন হারিয়ে যাওয়া স্মার্টফোন, বিকাশের ভুল নাম্বারে চলে যাওয়া টাকা ও বিকাশ/নগদ/এজেন্ট ব্যাংক প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা উদ্ধারে বেশ সফলতা দেখিয়েছেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ টির বেশি হারিয়ে যাওয়া স্মার্টফোন, অর্ধশত বিকাশের ভুল নাম্বারে চলে যাওয়া টাকা জিডি মূলে উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন। এছাড়াও নগদ, বিকাশ ও মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার মাত্র) টাকা উদ্ধার, পঞ্চগড় ও দিনাজপুর থেকে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার ও ময়মনসিংহ থেকে ফেসবুক প্রতারক গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার করেছেন।
'প্রতারণা থেকে বাঁচতে সবচেয়ে জরুরি বিষয় হলো লোভ সংবরণ করা এবং সতর্ক হওয়া। মানুষের মাঝে এই সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করছি। কারণ প্রতারকের ফাঁদে পড়ে সর্বস্ব হারানো মানুষের কান্না আমার হৃদয়ের রক্তক্ষরণকে বাড়িয়ে দেয়।' এ বক্তব্য জীবননগর থানায় এসআই (নিঃ)/মোঃ সাজ্জাদ হোসেন এর।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com