হারলেই বিদায় নিশ্চিত। জিতলে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযাগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে আজ লিওনেল মেসিদের আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
মেক্সিকোর বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত আর্জেন্টিনা।
গ্রুপপর্বে নিজেদের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে মেসিদের অবশ্যই এই দুই ম্যাচে জিততে হবে।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অবস্থা সম্পর্কে জানিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।
তিনি জানান, আমাদের জন্য এখন বাকি দুই ম্যাচ ফাইনালের মতো। কারণ এটি এমন একটি ম্যাচ যা এই বিশ্বকাপে আমাদের বিশ্বাসকে তুলে ধরবে। সৌদি আরবের কাছে হেরে যাওয়া আমাদের মনোবলে একটি ভারি ধাক্কা ছিল কিন্তু আমরা একটি শক্তিশালী দল, খুব ঐক্যবদ্ধ আছি।
মার্টিনেজ আরও বলেন, আমাদের ওপর কোনো চাপ নেই। কারণ নিজেদের কাজের প্রতি আস্থা আছে। আস্থা আছে কোচিং স্টাফের ওপরও। আমরা শান্তই আছি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com