ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ সব সময়েই উত্তেজনার নতুন মাত্রা যোগ করে। তাও যদি বিশ্বকাপের মতো বড় কোনো আসরে হয় তবে তো কথাই নেই।
ব্রাজিল-আর্জেন্টিনা ইতোমধ্যে শেষ আটের লড়াইয়ে নিজেদের জায়গা করে নিয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। রাত ৯টায় শুরু হবে খেলা।
মূল লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে আসেন ব্রাজিলের তরুণ তারকা ভিনিসিউস জুনিয়র। কিন্তু তার সংবাদ সম্মেলনেই হুট করে একটি বিড়াল ঢুকে বসে। ব্রাজিলের ফুটবলার এবং পুরো মিডিয়া রুমকে চমকে দিয়ে টেবিলে উঠে পড়ে বিড়ালটি।
ভিনির পাশেই বসেছিলেন ব্রাজিলের মিডিয়া ম্যানেজার। বিড়ালটি টেবিলে উঠে বসার কয়েক সেকেন্ডের মধ্যে তিনি উঠে দাঁড়িয়ে ছুড়ে মাটিতে ফেলে দেন।
তার এ আচরণে উপস্থিত সাংবাদিকরা অবাক হন বলে সংবাদমাধ্যমগুলো বলছে। বিড়ালের প্রতি এমন আচরণ সমালোচিত হয়েছে।
ব্রাজিলের সাংবাদিক বৈঠকে কীভাবে সেই বিড়ালটি ঢুকল তা নিয়ে সবাই অবাক। কারণ, মিডিয়া সেন্টারে
নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে বিড়ালটি কীভাবে ঢুকল সেটি নিয়েও চলছে বিস্তর আলোচনা। তবে তারচেয়ে বেশি অবাক করেছে বিড়ালকে এভাবে ছুড়ে ফেলা দেখে!
সংবাদ সম্মেলনে ভিনিসিউসের কাছে জানতে চাওয়া হয়েছিল ব্রাজিল দলের বিখ্যাত নাচের বিষয়ে। এ তারকা বলেন, ‘হ্যাঁ, অন্যের সুখ দেখে কেউ কেউ অভিযোগ তুলবেই। আমরা ব্রাজিলিয়ানরা আনন্দ করতে ভালোবাসি, মজা করতে পছন্দ করি। ফুটবলে গোল সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বকাপে তো আরও বেশি। ওই মুহূর্তটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, দেশের মানুষের জন্যও উৎসবের উপলক্ষ্য।
https://twitter.com/i/status/1600543423538245632
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com