
দেশজুড়ে বেসরকারি হাসপাতালে রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট না-দেওয়া এবং অকারণে যেনো সিজার করা না-হয়, মনিটর করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ জন্য তাদের নিয়মিত বেসরকারি হাসপাতাল ভিজিট করতেও বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকদের এসব কথা বলেন।
সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের বলেছি জেলায় স্বাস্থ্য সেবা নিয়ে যেসব মিটিং হয় সেগুলো তদারকি করতে। একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ভিজিট করতে। যাতে সেখানে রোগীকে অপ্রয়োজনীয় টেস্ট না-করানো হয়। একইসঙ্গে যাতে অকারণে সিজার করা না হয় বিষয়গুলো দেখতে বলেছি।
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান এখনও ততটা উন্নত হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা মোটামুটি ঠিক আছে। প্রত্যেক উপজেলায় সরকারি হাসপাতালে এক্সরে, আল্ট্রাসনোগ্রাম মেশিন থাকলেও কোথাও কোথাও টেকনিশিয়ানের অভাবে সেগুলোতে সমস্যা হচ্ছে। আবার কোথাও মেশিনে ত্রুটি রয়েছে। তবে উপজেলা পর্যায়ে এক্সরে মেশিন নাই- এটি ঠিক নয়।
জাহিদ মালেক আরও বলেন, এখন অসংক্রামক রোগ বাড়ছে। আমরা জেলা প্রশাসকদের বলেছি এটি প্রতিরোধে তাদের ভূমিকা রাখতে হবে। যেখানে সেখানে যেন ময়লা ফেলা না-হয় সে বিষয়ে নজর রাখার জন্যও বলেছি। একইসঙ্গে পানি, বায়ু এবং শব্দ দূষণ রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ডিসিদের অনুরোধ জানিয়েছি।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে