• আজ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সাংবাদিক নীলার মেয়ে সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ

| Sub Editor ৬:৪৩ অপরাহ্ণ | মার্চ ১২, ২০২৩ গণমাধ্যম, জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

নিজস্ব প্রতিনিধি: সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ও পিপলস নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক নাজমা সুলতানা নীলার মেয়ে রিযওয়ানা ইসলাম সুমাইয়া সরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হ‌য়েছেন। উল্লেখ্য আজ সারা দেশের সরকারি মেডিকেল কলেজ গুলোর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

সাংবাদিক কন্যা র এই সাফল্যে অ‌নে‌কেই নানাভা‌বে শুভেচ্ছা ও শুভ কামনা প্রকাশ ক‌রে‌ছেন। সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট রাজু লামা ও সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান সাংবাদিক কন্যার ভর্তি পরীক্ষার উত্তীর্ণ ফলাফলে নেপাল কাঠমুন্ডু থেকে শুভেচ্ছা ও শুভকামনার বার্তা পাঠিয়েছেন।

মে‌য়ের এমন সাফ‌ল্যের ব্যাপা‌রে মাতা সাংবা‌দিক নাজমা সুলতানা নীলা আমাদের প্রতিনিধিকে ব‌লেন, “ছোটবেলা থেকেই আমার বড় মেয়ে অনন্যা রহমানের ইচ্ছে ছিল সে মেডিক্যালে পড়াশুনা করে একজন চিকিৎসক হবে। সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন মানব সেবা করার জন্য ভালো ডাক্তার হতে পারে”।
উল্লেখ্য,রিযওয়ানা ইসলাম সুমাইয়া শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি তে জিপিএ ফাইভ পেয়ে পাশ করেছে।

সাংবাদিক কন্যা সুমাইয়ার সাফল্যে সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ যুক্তরাষ্ট্র থেকে অভিনন্দন, শুভকামনা ও দোয়া পাঠিয়েছেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে