• আজ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নির্মাণাধীন ভবনের বালুর নিচে অজ্ঞাত যুবকের লাশ

| Sub Editor ৫:৩৯ অপরাহ্ণ | মার্চ ১৬, ২০২৩ সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নির্মাণাধীন ভবনের ভেতর থেকে বালুতে পুঁতে রাখা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া মুক্তি মহিলা অফিসের সামনের ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, লাশটি নির্মাণাধীন ভবনের বালুর মধ্যে পুঁতে তার ওপরে ইট দিয়ে চাপা দেওয়া হয়েছে। পাশেই পড়ে রয়েছে একটি রক্তাক্ত কাঠের বাটাম ও গ্রামীণফোনের সিম কার্ডের খোলা প্যাকেট।

লাশটি সম্পর্কে মুক্তি মহিলা সমিতির নৈশপ্রহরী রিপন বলেন, আমি ঘুম থেকে উঠে নতুন ঘরের দেয়ালে পানি দিতে গিয়ে মাটির নিচে লাশটি দেখতে পাই। পরে দ্রুত আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি।

গোয়ালন্দঘাট থানার এসআই মিজানুর রহমান বলেন, লোকটিকে ভোর রাতের দিকে মেরে পুঁতে রাখা হয়েছে। লাশটির মাথায় আঘাতের চিহ্ন ও গলার বাম পাশে চাকু অথবা ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। নিহত যুবকের বয়স ২২ থেকে ২৪ বছরের মতো হবে। তার পরনে কালো প্যান্ট, গায়ে কালো ব্লেজার ও পায়ে কালো জুতা পরিহিত।

তবে লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পিবিআইকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে