• আজ ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

‘রোহিঙ্গারা এখন চ্যালেঞ্জ, শিগগিরই অভিযান’

| Sub Editor ৬:৩৭ অপরাহ্ণ | মার্চ ১৬, ২০২৩ অপরাধ-দুর্নীতি

এলিট ফোর্স র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশিদ হোসেন বলেছেন, রোহিঙ্গারা এখন চ্যালেঞ্জ। এ কারণে অচিরেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উত্তরার র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খুরশিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের একটি বড় অংশ নানারকম অপরাধে জড়াচ্ছে। মাদক কারবার থেকে শুরু করে তুচ্ছ ঘটনা থেকে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে খুনের ঘটনা ঘটছে। হামলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও। জঙ্গি, মাদক কারবারিসহ সন্ত্রাসীদের কাছে আতঙ্কের নাম র‍্যাব। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে এ কারণে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

র‌্যাবপ্রধান আরও বলেন, র‍্যাব ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে মোকাবিলা করবে জঙ্গিবাদ। প্রতিহত করবে সন্ত্রাসীদের। নতুন জঙ্গি সংগঠনের অর্থ যুক্তরাজ্য থেকে আসছে। এ টাকা দিয়েই জঙ্গিদের মদদ দেওয়া হচ্ছে। তবে জঙ্গিরা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত অভিযানও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ র‌্যাব প্রতিষ্ঠার ১৯ বছর অতিবাহিত হতে যাচ্ছে। এজন্য এই বাহিনীতে নতুন নতুন কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে