
নিজস্ব সংবাদদাতা: ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩৩ম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের উদ্যোগে কেক কাটা আলোচনা সভা ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গভর্ণিং বডি’র সভাপতি এবং জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও সিনেদ সদস্য মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন,গভর্নিং বডি’র দাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান,সংরক্ষিত মহিলা প্রতিনিধি ইসরাত জাহান খান স্মৃতি,কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি শিমু শবনম,স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি কাজী সাইদুর রহমান শাহিন,কাজী মিরাজ খালেদ রাসেল,জাহিদ হাসান,শিক্ষক প্রতিনিধি মোঃ ইউনুছ মিয়া। এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ মাসুদুর রহমান বলেন,বঙ্গবন্ধু বাঙালী জাতির পিতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতোনা। বঙ্গবন্ধুর জন্ম বাঙালীকে ধন্য করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবন্ধু চির অমর হয়ে থাকবে। পরিশেষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের বইসহ শিক্ষার উপকরণ শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে প্রদান করা হয়।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে