বীরগঞ্জ হেলথকেয়ার হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আবুল হাইস আনসারী প্রবাল জনসেবা শ্রী পদক পেয়েছেন।
রাষ্ট্রপতি রামচন্দ্র প্যাডেল শুক্রবার রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ডাঃ আনসারিকে প্রবাল জনসেবা শ্রী পদক দিয়ে সম্মানিত করেন। উপ-রাষ্ট্রপতি রাম সহায় যাদব, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্ড এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। . ,
নেপাল সরকারের সুপারিশে, তৎকালীন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী করোনা মহামারী চলাকালীন সাধারণ মানুষের প্রতি তার সহায়তার স্বীকৃতিস্বরূপ নেপাল সরকারের সুপারিশে ডাঃ আনসারি প্রবাল জনসেবা শ্রী পদক প্রদানের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের আওতায় শুক্রবার রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর আনসারিকে পদক দিয়ে সম্মানিত করা হয়।
বীরগঞ্জের ডাঃ আনসারির পাশাপাশি, নেপাল ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডাঃ সুবিদ গুপ্ত, শিল্পপতি আশেক বৈদ্য এবং মুরলীধর রুংতাও পদক পেয়েছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com