বিশেষ প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গৃ্হ শিক্ষক কর্তৃক শিশু যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মো: আব্দুর রহিম, পেশায় মাদ্রাসা শিক্ষক ও ইমাম।
একসময় ছোট ছোট শিশুদের আরবি শেখার জন্য গ্রামে মক্তব ব্যবস্থা চালু ছিল। কালের বিবর্তনে মক্তবভিত্তিক শিক্ষা প্রায় হারিয়ে যেতে বসেছে৷ তবুও ইসলাম প্রিয় অভিভাবকগণ শিশুদের জন্য বাসায় হুজুর রেখে আরবি পড়ানোর চেষ্টা করে চলেছেন৷ সফলও হচ্ছেন বেশীরভাগ ক্ষেত্রে, তবে অনেকক্ষেত্রে দেখা দেয় বিপত্তি। প্রায়শই দেখা যায় শিক্ষক নামে কিছু চরিত্রহীন লম্পটের দ্বারা কোমলমতি শিশুরা যৌন হয়রানির শিকার হয়। যার ফলে শিশু বা অভিভাবকদের ইসলামের ফান্ডামেন্টাল বিষয়গুলো শেখার বা শেখানোর প্রতি আগ্রহ অংকুরেই বিনষ্ট হয়ে যায়।
এমনই এক শিশু যৌন নিপীড়ক শিক্ষকের নাম মো: আব্দুর রহিম (৩৪), পিতা আয়ুব আলী
ঠিকানা: সাং দক্ষিন শাক তোলা, ২নং নদনা ইউনিয়ন, উপজেলা : সোনাইমুড়ী, জেলা: নোয়াখালী।
তার বিকৃত যৌনলালসার শিকার অনেক শিশু, হাতেনাতে ধরাও পড়েছেন কয়েকবার। তার বিকৃত চরিত্র প্রকাশ্যে আসলে বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে চাকুরীচ্যুত হয়েছেন বেশ কয়েকবার।
পারিবারিক ও সামাজিক সম্মানের কথা চিন্তা করে অনেক অভিভাবকই বিষয়টি চেপে যান।
সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করলে তারা জানান, এজাতীয় চরিত্রহীন লেবাসধারীদের চিন'হিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতে ইসলাম শিক্ষার প্রতি মানুষের আগ্রহ হারাবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com