আন্তর্জাতিক ডেস্ক : বর্ডার সিকিউরিটি গুলম বীরগঞ্জের সশস্ত্র পুলিশ উপ-সুপারেন্টেন্ডেন্ট পান্ডে বীরগঞ্জ কাস্টমসের কাছে আসার দিন থেকে আজ পর্যন্ত জব্দকৃত মালামাল হস্তান্তর করেন।
সশস্ত্র পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট রাম জং পান্ডে যেদিন বর্ডার সিকিউরিটি গুলম বীরগঞ্জে (বিওপি) এসেছেন সেদিন থেকে আজ পর্যন্ত জব্দকৃত পণ্য বীরগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
১২/১৩/২০৭৯ তারিখে সশস্ত্র পুলিশ বাহিনীর ডেপুটি সুপারিনটেনডেন্ট রাম জং পান্ডে, সশস্ত্র পুলিশ বাহিনী, নেপাল প্রস্তাবিত বর্ডার সিকিউরিটি গুলম (বিওপি বীরগঞ্জ) এর দায়িত্বে, কাস্টমস এড়ানোর জন্য ভারত থেকে নেপালে অবৈধভাবে পাচার হওয়া বিভিন্ন পণ্যের নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বীরগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
বীরগঞ্জ কাস্টমস অফিসে প্রয়োজনীয় ব্যবস্থা, যেখানে ১,৫৪,৫৩,২৬৫/- টাকার মূল্যের বিভিন্ন মালামাল সশস্ত্র পুলিশ ডেপুটি সুপারিনটেনডেন্ট রাম জং পান্ডে জানিয়েছেন যে সশস্ত্র পুলিশের ডেপুটি সুপার রাম জং পান্ডে দায়িত্ব নেওয়ার পর থেকে কয়েকদিন ধরে, চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com