কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫০ জন অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।
মঙ্গলবার (২২ অাগস্ট) সকাল দশটার দিকে এক তথ্য বার্তায় এসব তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিঅার ওয়ারেন্টে চব্বিশজন অাসামীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় একজন, উলিপুর থানায় বাইশজন, ফুলবাড়ী থানায় একজন।
এছাড়াও সিঅার ওয়ারেন্ট মুলে ফুলবাড়ী থানায় একজন, সিঅার সাজা ওয়ারেন্ট মুলে ভুরুঙ্গামারী থানায় একজন, নিয়মিত মামলায় তেইশজন, ১৫১ ধারায় একজন সহ গত ২৪ ঘন্টায় মোট ৫০ জন আসামীকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, 'নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com