প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ণ
পুরুষ হবে কবি -রাহুল রাজ

আমার আমাকে কখনই-
চিনতে পারিনি আমি।
যতটুকু তুমি চিনেছ আমাকে।
হৃদয়রে তলদেশে-
হাতড়ে দেখেছ কতটা গভীরে তুমি।
সেই সুযোগে তুমি জানতে-
দুঃখ কষ্ট-ব্যথা বেদনার
নীল ভালোবাসায়-
সুপ্ত আশায়-
আমার বেঁচে থাকার
শেষ শক্তি টুকুও ছিলো তোমার ছোঁয়া।
তুমি দেখেছ-
সাদা কালো চোখে-
আগামীর জন্য কতটুকু রঙিন স্বপ্ন আমি এঁকেছি।
আমাকে আমি চিনিনি-
চিনেছিলে তুমি।
জানতে কতটুকু আঘাতে এ পুরুষ হবে কবি।
মন ছুটেছিল মনের পেছনে-
মন কে না চিনে।
ভালোবাসতে না, ভাসাতেই এসেছিলে তুমি-
ভালোবাসার ঘোলা জলে।
রক্ত জবার মত আমার চোখই স্বাক্ষি-
কত রাত আমি নির্ঘুম।
কবিতার পসরা সাজিয়ে তোমাকে খুঁজেছি।
বুঁজেছি- এ কবির কবিতায়-
মিশে আছ তুমি।
কল্পনার-
আল্পনায়-
কবিতায় নিয়েছ রূপ।
ঘন বর্ষায় মাঠের মাঝে
আকাশের দিকে চেয়ে-
আঁকতে চেয়েছি তোমার ছবি।
ভালোবাসার তুলির আঁচড়ের আগেই-
মেঘের পালে ছিন্ন বাতাসে
বাষ্প হয়ে উড়ে গেলে।
তুমি জানতে-
কতটুকু দুঃখের বীজ
এ-বুকে বপন করলে-
আমি হব কবি।
প্রেমারা জানে পুরুষ কীসে কবি হয়।
কতটুকু দুঃখের বীজ
বুকে বপন করলে-
পুরুয় হয় কবি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com
@peoplesnews24.com