প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৩, ৬:১১ অপরাহ্ণ
রাহুল রাজ এর প্রেমের কবিতা অঝোরে

অঝোরে
---রাহুল রাজ
কত দিন তোমার চুলের
গন্ধ শুকিনা।
বন্ধ ঘরে অন্ধ আবেগে-
নিস্পলক চোখে,
দেখি না তোমার চোখ।
হয় না ডাকা সেই প্রিয় নামে-
মুনা পাখি সোনা পাখি।
কত দিন হয়!
আলতো আদরে-
প্রেমের চাঁদরে-
জড়িয়ে ধরি না বুকে।
ভালোবাসাবাসি, চাঁপা হাসাহাসি-
ভেসে যাওয়া সুখে দুখে।
কিছু নেই ঠিক, হাল ভাঙ্গা নাবিক-
ভাসে দরিয়ার জলে-
প্রেমের দাহনে পুড়েছি আমি
গভীর প্রেমের ছলে।
হয়নি বলা কত কাল ওগো
কেমন আছ তুমি?
সমুখে পথ, তবু কানে ভাসে শপথ,
পথভ্রষ্ট আমি।
কোন দিন যদি, কবির কথা
গোপনে মনে পড়ে।
কবিতায় খুঁজো, বুঝো,
চোখের জল কালি হয়ে
ঝরেছিল অঝোরে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com
@peoplesnews24.com