রাজধানীর কাকরাইলে এসএ পরিবহণের প্রধান কার্যালয়ের আগুন এখন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে পুড়ে গেছে বহু মালামাল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা টেলিফোনে জানান, সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।
এর আগে সকাল ১০টার দিকে কাকরাইলের চারতলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
আগুনের ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com