বিএনপির অবরোধ কর্মসূচিতে গাড়ি পোড়ানোসহ নাশকতার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি।
অবরোধে গাড়িতে আগুন দেয়ার বিষয়ে সিটিটিসি সব তথ্য পেয়েছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান।
সোমবার (৬ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে মুগদায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেফতার বিষয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
বিএনপির নেতাকর্মীরাই যানবাহনে অগ্নিসংযোগ করছে জানিয়ে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কাদের নির্দেশনা ও পরিকল্পনায় গাড়িতে আগুন দেয়া হয়েছে সব তথ্য পেয়েছে সিটিটিসি।
তিনি জানান, ঢাকার আগুন দেয়ার দায়িত্ব দেয়া হচ্ছে এলাকাভিত্তিক। রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেন রকির নেতৃত্বে ঢাকায় বাসে আগুন দেয়া হয়। রকির নির্দেশনায় রোববার (৫ নভেম্বর) ঢাকায় অগ্নিসংযোগ করা হয় দুটি বাসে।
সিটিটিসি প্রধান বলেন,
দল ক্ষমতায় আসছে, মামলার কোনো ভয় নেই এমন প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কর্মীদের। অবরোধের প্রথম দফায় গাড়িতে আগুন দেয়ায় কর্মী প্রতি পেয়েছেন ৩ হাজার টাকা। দ্বিতীয় দফা অবরোধে গাড়িতে আগুন দিতে পারলে দ্বিগুণ পুরস্কার ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে।
এদিকে পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সোমবার রাজধানীতে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। অগ্নিসন্ত্রাস রোধে বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনাও দেন ডিএমপি কমিশনার।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com