আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ মাদক সেবনরত অবস্থায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক। এর আগে, সোমবার (২৫ মার্চ) রাতে লালমনিরহাট শহরের কোর্ট বিল্ডিংয়ের দক্ষিণ পার্শ্বে মডেল মসজিদ সংলগ্ন রেলের পরিত্যক্ত ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মাহফুজ ওরফে ডেন্টিস্ট (৩৮), তালুক খুটামারা এলাকার মৃত অপুর আলীর ছেলে নুর ইসলাম (৩৬), মডেল মসজিদ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মোস্তাফিজুর রহমান (৫২) ও মদিনাপাড়া এলাকার মৃত ফজলার রহমানের ছেলে নুরে হাসান সিদ্দিক (৩২)।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আজিজুল ইসলাম বারী, ০১৭১৭-৪৬৯৮৮৩।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com