সিরাজদীখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ”স্মার্ট বাংলাদেশ” বাস্তবায়নে শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বিপিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ অস্থায়ী চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.বেলায়েত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাইদ শুভ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ভূঁইয়া, সিরাজদীখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শির্ক্ষথীবৃন্দ।
এর আগে সকাল ১০টার দিকে সিরাজদিখান থানা পরিদর্শন, সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ মিলনায়তনের সামনে ১৮০ জন কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের বীজ বিতরণ করেন তিনি। বেলা ১১ টার দিকে উপজেলার স্মার্ট ব্রিগেডের সাথে পরিচিতি অনুষ্ঠান,সাড়ে ১১ টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হেলথ কার্ড বিতরণকরা হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনে উপজেলার চেয়ারম্যানের কক্ষ,উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ, হল রুম ও অন্যান্য কক্ষসমূহের সজ্জাকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। দুপুর ২ টার দিকে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।
মোহাম্মদ রোমান হাওলাদার
মোবা-০১৮৩৩৯৬২১৫১
তারিখ-২৮/০৪/২৪ ইং।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com