মানিক হোসেন-ইবি: 'এ' ইউনিটের পরিক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সহায়তা করেছে শাখা ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাম পাশে অভিভাবক কর্নার তৈরি এবং অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ করেছে শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। এছাড়া ভর্তিচ্ছুদের মাঝে কলম বিতরণ করেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও তার সহযোগিরা।
এছাড়াও ছাত্রলীগের পক্ষ থেকে চলমান ছিল জয় বাংলা বাইক সার্ভিস। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিভিন্ন একাডেমিক ভবনে শিক্ষার্থীদের পৌছে দিয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা। শনিবার (২৭ এপ্রিল ) বেলা ১২টায় অনুষ্ঠিত গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় এসকল কার্যক্রম পরিচালনা করে শাখা ছাত্রলীগ।
এ সময় একজন অভিভাবক বলেন, ছাত্রলীগের কার্যক্রমে আমি সন্তুষ্ট। এই গরমে ঠান্ডা পানির চেয়ে বড় কোন উপহার হয় না।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বরাবরই সাধারণ শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় ২০২৩-২৪ শিক্ষা বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জয়বাংলা বাইক সার্ভিস, কলম এবং হেল্পডেক্সের ব্যবস্থা করেছে। অভিভাবকদের জন্য অভিভাবক কর্নার, সুপেয় পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com