বরগুনা প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বরগুনার জেলার তালতলী ও আমতলী দুইটি উপজেলা পরিষদের ভোট গ্রহণ আজ বুধবার (৫ই জুন)। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। ভোট প্রক্রিয়া ব্যালটে মাধ্যমে শুরু হবে।ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত
তালতলী উপজেলা নির্বাচনে মোট ভোটার রয়েছে ৮২,৫৩৪, মোট পুরুষ ভোটার রয়েছে ৪১,৪০২, মোট মহিলা ভোটার রয়েছে ৪১,১৩২,মোট কেন্দ্র ৩৩।
আমতলী উপজেলা নির্বাচনে মোট ভোটার ১৭২,৩৩৭,মোট পুরুষ ভোটার রয়েছে ৮৬,২৪৩, মোট মহিলা ভোটার রয়েছে ৮৬,০৯২, মোট হিজরা ভোটার ২, মোট কেন্দ্র ৬৫
সুষ্ঠু নির্বাচনের লক্ষে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোবাইল সস্টাইকিং ফোর্স, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ান ও আনসারের সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
তালতলী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ৮ জন প্রার্থী। চেয়ারম্যান প্রার্থীরা হিসাবে আছেন মোঃ মনিরুজ্জামান মিন্টু (আনারস),মোস্তাফিজুর রহমান (মোটর সাইকেল), মোঃ রেজবি-উল- কবির (ঘোড়া)। ত্রিমুখী মুখের লড়াই এর আভাব পাওয়া যাচ্ছে।
আমতলী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১১ জন প্রার্থী। চেয়ারম্যান প্রার্থী হিসাবে আছেন গোলাম ছরোয়ার ফোরকান ( আনারস), এলমান উদ্দিন আহমেদ ( মোটর সাইকেল), মোঃ আলতাফ হাওলাদার ( উট), মোঃ মোশারফ হোসেন মোল্লা ( ঘোড়া)
আমতলী নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সকালে ভোট গ্রহণ শুরু হবে। ৬৫ টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণে বিজিবি, আনসার, র্যাবের ২টি টিম ও পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
তালতলীর উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, সুস্থ নির্বাচন উপহার দেবার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। জনগন সুষ্ট নিরাপক্ষ ভোট চায় উপজেলা প্রশাসন তাতে বদ্ধপরিকর।
আমতলী উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ৭স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com