আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিহাটের কালীগঞ্জ উপজেলায় ক্ষেতে মরিচ তুলতে গিয়ে বজ্রপাতে আজিফা বেগম (৩৫) নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মসরত মদাতি গ্রামে এ ঘটনা ঘটে। আজিফা বেগম ওই এলকার হুরুনুর রশিদের স্ত্রী।
এর আগে মঙ্গলবার সকালে বজ্রপাতে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের পুলিন চন্দ্র নামে এক ব্যক্তির তিনটি ছাগল ও গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় রান্না বসিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে মরিচ তুলতে যান। এই সময় আকস্মিক বজ্রপাতে আজিফা বেগম পুকুরে পড়ে গেলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে আজিফা বেগমের মৃত্যু হয়।
ভোটমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, আজিফার মৃত্যুের খবর আমরা অনেক পরে পেয়েছি। খবর পেয়ে ওই ইউনিয়নের চেয়ানম্যান ও ইউপি সদস্যকে পাঠানো হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com