মানিক হোসেন, ইবি: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১২জুলাই) বিকাল সাড়ে ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন তারা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মৃত্যঞ্জয়ী মুজিব মুরালে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা । তারা বলেন, সারা দেশে চলমান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বর্বর হামলা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না।
তারা আরো বলেন, আমার ভাইয়ের বুকে গুলি চালানো হয়েছে এবং বোনের গায়ে হাত তোলা হয়েছে।আমরা তাদের রক্ত বৃথা যেতে দিবো না। বাংলাদেশের যেকোনো প্রান্তে কোনো ছাত্রের গায়ে ফুলের একটি টোকা পরলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাড় দিবে না।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com