শিল্প সংস্কৃতি চর্চা যিনি করেন,
যিনি তাঁর মনের ভাব ভঙ্গি প্রকাশ করতে শৈল্পিক কারুকাজে সজ্জিত বাক্য গঠন করেন
তিনি ই তো কবি বলে স্বীকৃতি পান।
কাব্যময় রচনা শৈলী, শব্দে শব্দে বাক্যের ইমারত তৈরি,
শিল্পের জটিলতা সৃষ্টি, ক্রিয়া বিশেষণের শৈল্পিক কারুকাজে খচিত রচনা শৈলী, হাজার কথা কখনো এক কথায় প্রকাশ সাহিত্য গবেষকের চোখে কবিতা বলে
মনোনীত হলেই তা কবিতা রূপে প্রকাশিত হয়
যুগে যুগে।
হাজার হাজার বছর আগে বাংলা ভাষায় যারা শ্লোক গাঁথা গান রচনা করতো তাদের কে পাদ বলা হতো,
যেমন চর্যাপদে লুই পাদ কাহ্নু পাদ ইত্যাদি নাম আছে।
কবি ও কবিতা শব্দ দুটি ই এসেছে সংস্কৃত ভাষা থেকে
হিন্দি গুজরাটী ভাষায় ও কবি কবিতা শব্দ দুটি প্রচলিত।
আরবী সাহিত্যের কবি কে শায়ের বলা হয় এবং কবিতা কে শায়েরী বলা হয়, প্রাচীন বিশ্বে শায়ের এবং পোয়েট
এ দুটি শব্দ অতি প্রাচীন এবং বিশ্বের বহু ভাষায়
ব্যবহৃত হচ্ছে সুদীর্ঘ সময় ধরে।
পোয়েট শব্দ টি গ্রীক ভাষা থেকে এসেছে এবং গোটা ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় একই ভাবার্থে ব্যবহৃত হচ্ছে।
অনুরূপ পোয়েম ( বা কবিতা) শব্দ টি ও কবিতা ভাবার্থে বিশ্বের বহু ভাষায় ব্যবহার করা হচ্ছে।
আরবী সাহিত্যের শায়্যের শব্দ টি ও মধ্য প্রাচ্য আফ্রিকা
ইরান পাকিস্তান ভারত বর্ষের বিভিন্ন ভাষায় কবি
ভাবার্থে এবং শায়েরী শব্দ টি কবিতা ভাবার্থে ব্যবহৃত হচ্ছে সুদীর্ঘ কাল ধরে।
প্রাচীন বিশ্বে শায়ের এবং পোয়েট শব্দ দুটি জ্ঞানী গুণী মানুষের বিশেষণ রূপে ই রূপ বর্ধন করা হতো।
কোন সাধারণ মানুষকে কখনো ই পোয়েট অথবা শায়ের শব্দে ভূষিত করা হয়নি কখনো।
গ্রীক সভ্যতার ইতিহাস পোয়েট শব্দ টি দার্শনিক সাধক পন্ডিত বিজ্ঞানী ভাষাবিদ ইতিহাস গবেষক এদের বেলায় প্রয়োগ করা হতো।
আরবী সাহিত্যের কবি দের মধ্যে ইমরুল কায়েস কে
আরবী সাহিত্যের আমিরুশ শোয়ারা বা কবিদের
বাদশা বলা হয়।
ফার্সিতে উল্লেখযোগ্য কবিরা হলেন শেখ সাদী, মহাকবি জালালুদ্দিন রুমী, মহাকবি হাফিজ, ওমর খৈয়াম,
মহাকবি ফেরদৌসী প্রমুখ।
রুশ ভাষায় তুর্গানিভ, আলেক্সান্ডার পুশকিন, তলস্তয়, জ্যোকোভস্কি, প্রমুখ সংস্কৃত ভাষায় মহাকবি কালিদাস পন্ডিত।
বাংলা ভাষায় মধ্য যুগের কবি শাহ মুহাম্মদ সগীর,
আলাওল, ভারতচন্দ্র, বিদ্যাপতি, শাহ গরীবুল্লাহ,
সৈয়দ সুলতান, আব্দুল হাকিম প্রমুখ।
আধুনিক বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজারামমোহন রায়,
ঈশ্বরচন্দ্রগুপ্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, সৈয়দ মুজতবা আলী, কায়কোবাদ,
, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সত্যেন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, পল্লী কবি জসিমউদদীন প্রমুখ কবি দেরকে আমরা গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করছি সব সময়।
সাহিত্যে কবিতার আরেক টি জনপ্রিয় শিল্প রূপ হচ্ছে
গান গজল গীত, গান গজল গীত অতিসহজেই মানুষের
প্রাণে প্রাণ শক্তি সঞ্চারণ করে থাকে, পৃথিবীতে পারস্যের মহাকবি হাফিজের ন্যায় আমাদের
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সঙ্গীতে
চির উজ্জ্বল নক্ষত্র রূপ ধারণ করে সারা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মানুষ হৃদয় দখল করে আছেন।
বাংলা সাহিত্যে কয়েকজন গীতিকবির নাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়, তারা হলেন
লালন ফকির, মরমী সাধক হাছন রাজা, ধামাইল সম্রাট রাধারমণ দত্ত প্রমুখ।
পৃথিবীতে কবি দের পাশাপাশি আরেক টি গ্রুপ
গভীর সাধনা করে গেছেন,
যারা হলেন সাহিত্য গবেষক।
সাহিত্যে গবেষকদের মাধ্যমে ই জগতের সকল কবি লেখক গণ সমাদৃত হয়েছেন বিভিন্ন ভাষায় ভাষায়
বিভিন্ন জাতিতে জাতিতে।
তাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি
আবদুল করিম সাহিত্য বিশারদ কে,
সেই সাথে পৃথিবীর সকল দেশের সাহিত্য গবেষক
মহান ব্যক্তি গণ কে স্মরণ করছি।
জয় হোক সকল কবির
জয় হোক কবিতার
জয় হোক সাহিত্যের
জয় হোক সাহিত্যে প্রেমী মানুষের।
লেখক পরিচিতিঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী
চেয়ারম্যান বাংলাদেশ পোয়েটস ক্লাব।
সাহিত্য কুটির সিলেট
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com