গুমের ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে। গুমের শিকার ব্যক্তিদের বর্ণনার সাথে ডিজিএফআইয়ের আয়নাঘরের মিল পাওয়া গেছে। বৃহষ্পতিবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ১৩ কার্যদিবসের মধ্যে ৪শ মানুষের গুমের অভিযোগ পাওয়া গেছে।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, ২০০৯-২০২৩ গত ১৫ বছরে দেশে গুমের শিকার হয়েছেন ৬১১ জন।এর মধ্যে ৭৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর ছেড়ে দেওয়া হয়েছে ৬২ জনকে। ৭৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০০৯ সালের ৬ জানুয়ারী থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সময়ে গুমের শিকার ব্যক্তি বা পরিবারের কাছ থেকে অভিযোগ নিচ্ছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। এ নিয়ে বৃহষ্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিএফআইয়ের আয়নাঘর ২৫ সেপ্টেম্বর এবং ডিবি ও সিটিটিসির জিজ্ঞাসাবাদ রুম ১ অক্টোবর পরিদর্শন করেছেন। গুমের শিকার ৭৫ জনের বক্তব্য নিয়েছে কমিশন।
কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরি বলেন, কমিশন অভিযুক্ত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আদালতে কোন চার্জশীট দিবে না, রিপোর্ট দিবে সরকারের কাছে।
১০ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত গুমের বিষয়ে অভিযোগ নেয়া হবে। প্রয়োজনে সময় আরো বাড়ানো হবে কিনা, এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com