কাঁঠালিয়া সংবাদদাতা : কাঁঠালিয়া উপজেলা দুর্গাপূজার ডিউটিতে আনসার নিয়োগে টাকার বাণিজ্যের অভিযোগ উঠছে উপজেলা মো.ইস্পাকুল কবির'আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক বিরুদ্ধে। উপজেলার দুর্গাপূজার নিরাপত্তার জন্য জেলা কর্মকর্তাদের উপস্থিতিতে নামমাত্র যাচাই-বাছাই করে পুরুষ ও মহিলা আনসার বাছাই করা হয়। বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে কথা বলে এসব অনিয়মের তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, চলতি দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যে নিয়োগে টাকা হাতিয়ে নেন উপজেলা আনসার
মো.ইস্পাকুল কবির আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক। সাধারণ আনসারদের অভিযোগ উপজেলা আনসার যাচাই-বাছাই দিন অফিসে ছুটে আসেন। তিনি দীর্ঘদিন থেকে এ উপজেলায় কর্মরত থাকায় নিজ বাড়ি মনে করে। অফিসের কাজ বাসায় বসে করছেন তিনি।
কাঠালিয়া ছাএলীগ পরিচয় দিয়ে কাউকে তোয়াক্কা করছেন না। এ ব্যাপারে মোবাইলে জানতে চাইলে
মো.ইস্পাকুল কবির"আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক"কোনো অনিয়ম হয়নি। জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরদিন লোক নেয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, লোক পাওয়া না গেলে কি করব।
জেলা কমান্ডার এ বিষয়ে মোবাইল ফোন জানতে চাইলে বলেন, এ ধরনের কোন কাজ করা যাবে না যদি প্রমাণ হয় তাহলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com