প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৪:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ
‘মনে রাখতে হবে, জনগণই সকল ক্ষমতার উৎস’- জাহিদ হোসেন

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’ কাজেই মনে রাখতে হবে, জনগণই সকল ক্ষমতার উৎস—এই বক্তব্য শহীদ জিয়ার দেওয়া।’
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহা বিদ্যালয় মাঠে জেলা বিএনপি’র আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে খুব শীঘ্রই চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে। চিকিৎসকদের পরামর্শে প্রথমে ইউকেতে নেওয়া হবে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে যদি অন্য দেশে নেয়া প্রয়োজন হয় তবে সেটি পরিবর্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, ২০২১ সাল থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন অসুস্থতা নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে। এখন তিনি বর্তমানে বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাংলাদেশ থেকে চিকিৎসকরা অমেরিকা ইউকে, ইউএস ও জার্মানিতে চিকিৎসা নিতে বলেছেন। কিন্তু দীর্ঘ সময় ফ্লাইয়ে থাকা উনার জন্য ক্রিটিকাল রয়েছে। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসার দেশের বাহিরে পাঠানো হবে।
জাহিদ হোসেন বলেন, বিভিন্ন সময় উনার চিকিৎসা নিয়ে পত্র-পত্রিকায় লেখা হয়। বাস্তবে আমরা এসব বিষয়ে কখনো গনমধ্যমকে এসব বিষয়ে বলি না। মূলত দেশের মানুষের প্রতি ও বেগম খালেদা জিয়ার মমত্ববোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ থেকেই এটি সাংবাদিকরা লিখছেন। আমরা এটি কখনোই দোষের কিছু দেখছি না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপি'র আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফুল, রংপুর মহানগর বিএনপি'র আহবায়ক শামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপি'র সদস্য সচিব আনিসুল হক লাকুসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা। ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি শেষ হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com
@peoplesnews24.com