ভারতীয় থানা কাপড়সহ বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ কেেছ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার জব্দ তালিকা শেষে সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদের এ তথ্য নিশ্চিত করেন।
অধিনায়ক (সিও বিজিবি) জানান, ব্যাটালিয়নের নারায়তলা বিওপির বিজিবি টহল দল পৃথক দুটি অভিযানে বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত সংলগ্ন কামারভিটা ও শহীদ মিনার এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ভারতীয় থান কাপড়, কসমেটিক, মদের চালান জব্দ করে।
একই ব্যাটালিয়নের সদর উপজেলার বনগাঁও,বিশ্বম্ভরপুরের ডলুরা,চিনাকান্দি,তাহিরপুরের লাউরগড়, চারাগাঁও বিওপির বিজিবি টহল দল পৃথথ পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কয়লা, গবাদি পশু (গরু), চিনি, কম্বল,মসলা , ভারতে পাচারকালে সুপারীর চালান জব্দ করেছে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৪৫ লাখ ৩৫ হাজার ৪৫০ টাকা।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com