সিরাজদিখান প্রতিনিধিঃমুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী, প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট ও কেক কাটা হয়।
মালখানগর কলেজ ছাত্রদল ও মালখানগর ইউনিয়ন শাখা ছাত্রদলের আয়োজনে বুধবার সকাল ১০ টায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী বের করা হয়। পরে মালখানগর কলেজ এন্ড হাই স্কুল মাঠে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়। ক্রীকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা।
এ সময় অতিথী হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির ১ম যুগ্ন সম্পাদক আজিজুল হক খান, মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মুন্সীগঞ্জ জেলা যুবদলের ১ম যুগ্ন সম্পাদক মো. ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু কালাম, সমাজসেবক সারোয়ার হোসেন সানি, মালখানগর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. জামান, জেলা ছাত্রদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ, উপজেলা যুবদল সাবেক যুগ্ন সম্পাদক বাবুল আহমেদ, ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাব্বির মৃধা, মালখানগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক রাকিব মোল্লা, যুগ্ন আহ্বায়ক রবিন শেখ, কলেজ শাখা সাবেক সভাপতি নাজির আলম নাহিদ, ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান সজল, ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশিক কুমার দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব গোলাম রাব্বী প্রমুখ।
এদিন সন্ধ্যায় সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানার সভাপতিত্বে কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষীকি পালন করে মালখানগর কলেজ শাখা ছাত্রদল ও মালখানগর ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com