বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি। যেহেতু সংস্কার কমিশনগুলো বুধবারই তাদের প্রতিবেদন দেবে। সুতরাং ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন তিনি। সোমবার রাতের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্ত নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমন একটি সংকটকালীন সময়ে সময়ে জাতীয় নির্বাচন বাদ দিয়ে কীভাবে স্থানীয় সরকার নির্বাচনের কথা কিভাবে মাথায় আসে সে প্রশ্ন রাখেন তিনি। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে স্বৈরাচারের বিচার হবে না বিভিন্ন মহলের এমন বক্তব্য প্রসংগে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক সরকার দিয়ে ফাঁসি হয়েছে অতীতে। রাজনৈতিক সরকারই বিচার করে। বিএনপি এবং জামায়াত ফ্যাসিবাদের আমলে সব চাইতে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। যে বিচার শুরু হয়েছে, তা থেকে সরে আসার সুযোগ নেই। তবে তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে।
মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়া আগের চাইতে ভালো আছেন। জামাতের সাথে দূরন্ত তৈরি হতেই পারে৷ সব রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। আমাদের সাথে সমমনা দলের আলোচনা হচ্ছে, তারাও আমাদের বক্তব্যের সাথে একমত।
বিএনপি মহাসচিব বলেন, ভারতের সাথে সব চুক্তি জনসম্মুখে প্রকাশ করা উচিত। সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com