চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় টিকটক করা নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব তাঁতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুমিন পুটিবিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নালারকুল মুন্সিপাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র ও পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহত হয়েছে একই এলাকার মো. মুকিত উদ্দিন নামে আরেক কিশোর।
স্থানীয়রা জানান, বুধবার রাতে মুমিন ও মুকিত পূর্ব তাঁতি পাড়া শাহ্ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় যায়। সেখানে ভাসমান দোকানে টিকটক করাকে কেন্দ্র করে তাদের সাথে ঝগড়ায় জড়ায় আরেকটি পক্ষ। এক পর্যায়ে মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথেই একজনের মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com