হে রক্তপায়ী রাজা! তুমি কি ভাবিলে চিরস্থায়ী?
সিংহাসন কি পাষাণ-গাঁথা, শাশ্বত, অনড়, অক্ষয়ী?
পাষাণেরও আছে ক্ষয়,
সময়ের তাপে ধূলায় মিশে যায়,
অধর্মের অট্টালিকা গুঁড়িয়ে ন্যায়বজ্র বয়ে আসে হায়!
দেখো হে দাম্ভিক, অট্টালিকা ঘিরে কালবৈশাখীর গর্জন,
আকাশে জমেছে মেঘ, লেলিহান শিখায় দগ্ধ হবে জীবন।
নিপীড়িতের চোখে দাউদাউ অগ্নি, বুকে দাবানল,
তোমার নির্মম বিচার হবে, বিশ্ব দেখবে চেয়ে- ইতিহাস দেবে তার ফল!
অন্যায় যে শাসন, সে কি টিকেছে কভু বিশ্বে?
নির্দয় সম্রাট ওরা ঝরেছে তুফানে, সময়ের নিষ্ঠুর শীষে।
নিমেষেই ভেঙেছে সিংহাসন, ছিন্নভিন্ন রাজপ্রাসাদ,
ধ্বংসের তরে কেঁদেছে তারা, আকাশে উঠেছে ফাঁসি-সাজ!
কালের গর্ভে হারিয়েছে শত দাম্ভিক শ্বেত-আস্পাদ।
তুমি কি দেখো না? বাতাসে রক্তের গন্ধ, বজ্রের শব্দ,
প্রজার ক্রন্দনে জেগেছে বিপ্লব, কাঁপে স্বর্ণমণ্ডিত অট্টালক!
রাজার শিরস্ত্রাণ ধুলোয় গড়ায়, রাজ-মুকুট তাও হয় ছিন্ন,
দণ্ডায়মান প্রকৃতি, অতীতের মতো, পুনরায় আজ নির্মম বিবর্ণ ।
শাসকের অঙ্গনে আজ আয়না-ঘর, বীভৎস নির্যাতনের ছবি সে আঁকে,
সেখানে লাশ পড়ে থাকে, লোপ পায় ন্যায়ের বাঁকে।
আতঙ্কে জড়োসড়ো তুমি, চোখের পাতায় ঘুম নেই,গুম, খুনের জবাব আসবে, ইতিহাস তোমায় ক্ষমা করবে না, পাপের পৃষ্ঠা পূর্ণ করেছ- বিচার তোমার হবে।
দেখো রক্তাক্ত সূর্য, স্বৈরশাসকের রক্তে হবে রঞ্জিত,
শাসকের শিরে উঠবে তরবারি, রচিত হবে ন্যায়ের গীত।
প্রকৃতি কাউকে ক্ষমা করে না, পাপে তার ঘৃণা কঠোর ধরে,
ন্যায়ের বিজয় অনিবার্য, জাগুক সে বজ্রকণ্ঠ স্বরে।
আমরা সত্যের পথে জীবন দেবো, এই শপথ নেই
অন্যায় মাটিতে চাপা পড়বে, এ বিশ্বে ন্যায় জিতবেই।
বিচার হবে, চিতায় জ্বলবে অন্যায় শক্তির নাম,
শাশ্বত সত্যের জয়গান হবে, জাগ্রত হবে বিশ্ব-ধাম।
এ্যাস্ট্রোলোজার ছালাম শিকদার
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com