মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। ঈদের আমেজ কাটিয়ে ঢাকায় কর্মমুখী মানুষের পিরতির ডল।স্বস্তির আশায় আজ ০৬ এপ্রিল ২০২৫ তারিখ আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক ঢাকায় আগমনকারী দূরপাল্লার আন্তঃজেলা বাসগুলো তল্লাশি করা হয় ।
সেখানে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের থেকে নির্ধারিত পরিমাণ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা *আল বারাকা, বংসাই এক্সপ্রেস, ইসলাম, লাল সবুজ, হানি আর টি সি* এর মোট ৬টি বাস শনাক্ত করে আনুমানিক *৫৯৬০০ টাকা* অতিরিক্ত আদায়কৃত ভাড়া তাৎক্ষণিক যাত্রীদের নিকট ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় এবং বাস মালিকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয় । উল্লেখযোগ্য যে, ঈদ এর পূর্ব হতে অধ্যাবতী মোট *১,৯৮,৫০০* টাকা অতিরিক্ত আদায়কৃত বাস ভাড়া সকল যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।
ঈদ যাত্রার পূর্ব থেকেই সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান রয়েছে। অতিরিক্ত ভাড়া রোধে এবং যাত্রীদের সুন্দরভাবে যাতায়াত নিশ্চিত করতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com