সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বোনের ওয়ারিশ সম্পত্তি ক্রয় করাকে কেন্দ্র প্রতিপক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে মর্মে অভিযোগ উঠেছে ফ্রান্স প্রবাসী (সিটিজেন) নজরুল ইসলাম তালুকদার ও তার ভাড়াটে লোকজনের বিরুদ্ধে। তিনি উপজেলার ছোট পাউলদিয়া গ্রামের মৃত কালু তালুকদারের ছেলে। গত ১৪ এপ্রিল সন্ধ্যা অনুমান ৭ টার দিকে উপজেলার ছোট পাউলদিয়া গ্রামস্থ প্রতিপক্ষ সুলতানা বেগমের বসত বাড়ী সংলগ্ন স্থানে
হামলার এ ঘটনা ঘটে। এতে মোঃ সোহান তালুকদার (১৮) গুরুত্বর আহতসহ মোঃ ইলিয়াছ তালুকদার (৩০), মোঃ মহি উদ্দিন তালুকদার (৫৫), আওলাদ হোসেন (৫৫),দুলু মিয়া (৪৫) ও জাহাঙ্গীর তালুকদার (৫৫) আহত হয়। প্রতিপক্ষের হামলায় আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় হামলার শিকার ভুক্তভোগী সুলতানা বেগম বাদী হয়ে প্রতিপক্ষ নজরুল ইসলাম তালুকদারকে প্রধান আসামীসহ মোঃ সুজন দেওয়ান, শাকিব শেখ, মোঃ মামুন, মোঃ সৌরভ বেপারী, মোঃ স্বপন বেপারী, মোঃ ইব্রাহিম, মোছাঃ সম্পা বেগম, সুমন, বাবু দেওয়ানসহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামী করে সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন- যার নং-২৯।
ভুক্তভোগীর অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর পূর্বে ছোট পাউলদিয়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম তালুকদারের দুই বোনের কাছ থেকে তাদের পিতার রেখে যাওয়া ওয়ারিশ সম্পত্তি থেকে ১৪ শতাংশ ক্রয় করেন একই গ্রামের মোঃ তাহের তালুকদার। এর আগে নজরুল ইসলাম তালুকদার তার বোনদের কাছ থেকে তাদের প্রাপ্ত অংশের সম্পত্তি ক্রয় করার চেষ্টা করে বর্থ হন। ভাই নজরুল ইসলাম তালুকদারের সাথে বোন হালিমার সু-সম্পর্ক না থাকায় তার প্রাপ্ত ওয়ারিশ সম্পত্তি প্রতিবেশী মোঃ তাহের তালুকদারের কাছে সাফ কবলা দলিল মূলে বিক্রি করেন। বোনের ওয়ারিশ সম্পম্তি কিনতে না পারার জেরে তাহের তালুকদারসহ তার পরিবারের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা পোষ করে আসছে নজরুল ইসলাম তালুকদার।।
এরই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল সন্ধ্যা অনুমান ৬ টার দিকে মোঃ তাহের তালুকদারের ছোট ছেলে মোঃ সোহান তালুকদার নামাজ শেষ বাড়ী ফেরার পথে পূ্ব পরিকল্পিত ভাবে তার উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোঃ সোহান তালুকদারের মাথায় গুরুত্ব কাটা রক্তাক্ত জখমসহ এলোপাথারি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। ছেলের ডাক চিৎকার শুনে মা সুলতানা বেগম, চাচাত ভাই মোঃ ইলিয়াছ তালুকদার,মামা মোঃ মহি উদ্দিন তালুকদার, খালাত ভাই আওলাদ হোসেন, মামা দুলু মিয়া পিতা ও জাহাঙ্গীর তালুকদার এগিয়ে গেলে তাদেরকেও এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুত্বর কাটা রক্তাক জখম ও নিলাফুলা জখম করে।
মামলার বাদী ভুক্তভোগী সুলতানা বেগম অভিযোগ করে বলেন, আমরা নজরুল ইসলাম তালুকদারের বোনদের ওয়ারিশ সম্পত্তি কেন কিনলাম। একারণে নজরুল ইসলাম তালুকদার বহুদিন ধরেই আমাদের সাথে শত্রুতা পোষন করে রেখেছে। ওইদিন আমার ছোট ছেলে নামাজ শেষে বাড়ীতে আসার পথে ওরা পরিকল্পিত ভাবে আমার ছেলের উপর হামলা চালায়। সে সময় আমিসহ আমাদের বেশ কয়েকজন আমার ছেলেকে উদ্ধার করতে গেলে তারা আমাদের ৬ জনকে পিটিয়ে গুরুত্বর আহত করে। আমি এ বিষয়ে থানায় মামলা করেছি। এলাকার কারো সাথে যেন এ ধরনের কাজ করতে না পারে সেজন্য আপনাদের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর পূর্বে নজরুল ইসলাম তালুকদারের সাথে তার বোনদের সাথে ওয়ারিশ সম্পত্তি ভাগাবাটওয়া ও দখকে কেন্দ্র করে তাদের ভাই ও বোনের মধ্যে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে বড় বোন নজরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে স্থানীয় এক সাংবাদিক তাদের বাড়ীতে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের মুঠোফোন কেড়ে নিয়ে ধারণ কৃত ভিডিও ও ছবি ডিলিড করে সাংসদিককে হেনস্তার চেষ্টা করলে কৌশলে ওই সাংবাদিক ঘটনাস্থল ত্যাগ করেন। সে সময় তার বোনের লিখিত অভিযোগের ভিত্তিতে একাধিক পত্রপত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম তালুকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায় নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজদিখান থানার এসআই কামরুল শিকদার মুঠোফোনে জানান, হ্যা আমি মামলাটির তদন্ত করছি। মারামারির ঘটনায় সুলতানা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়। মামলার আসামীরা জামিনে আছে। তদন্ত চলছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com