সিরাজদিখান প্রতিনিধিঃমুন্সিগঞ্জের সিরাজদিখানে চাঁদা আদায়ে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। এতে মালখান ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার মোল্লা ও মালখানগর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিব মোল্লা গুরুত্বর আহতসহ মালখানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন আহত হয়েছেন। আহদের প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে গুরুত্বর আহত দেলোয়ার মোল্লা ও রাকিব মোল্লার শারিরীক অবস্থা পর্যালোচনায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। এ ঘটনায় অভিযুক্ত ফুরসাইল গ্রামের মৃত শাজাহানের ছেলে উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ বিপ্লব মাদবর, ফেগুনাসার গ্রামের মৃত বিল্লার দেওয়ানের দুই ছেলে মোঃ হাসান দেওয়ান কালু ও উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ হোসেন দেওয়ান দলু, নাইশিং গ্রামের আবুল শেখের ছেলে মোঃ সজীব, গোড়াপী পাড়া গ্রামের আঃ বারেক দেওয়ানের ছেলে মোঃ মুঞ্জু দেওয়ান,ফেগুনাসার গ্রামের মৃত সুকুমান পোদ্দারের ছেলে সুজন পোদ্দরকে এজাহার নামীয় আসামীসহ আরো ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে হামলার শিকার ভুক্তভোগী মালখানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত মোঃ বিপ্লব মাদবর,মোঃ হাসান দেওয়ান কালু ও মোঃ হোসেন দেওয়ান দলুকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর অনুমান ১২ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারস্থ একটি সরকারি রাস্তার কাজের উদ্বোধনের জন্য মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম,মালখানগর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার মোল্লা ও মালখানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ও মালখানগর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিব মোল্লা সেখানে যান। এসময় অভিযুক্ত উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ বিপ্লব মাদবর ও মোঃ হোসেন দেওয়ান দলু তাদের কাছে চাঁদা দাবী করেন এবং রাস্তার কাজ বন্ধ রাখতে বলেন। কাজ বন্ধ রাখার কারণ জানতে চাইলে তারা দেলোয়ার মোল্লা ও মনির হোসেনকে মারধর করে। এরপর দ্বিতীয় দফায় মালখানগর ব্যাংক এশিয়া সংলগ্ন স্থানে রাকিব মোল্লাকে পেয়ে কিছু বুঝে উঠার আগেই মোঃ বিপ্লব মাদবরের নেতৃত্বে রাকিব মোল্লার উপর অতর্কিত হামলা চালায় মোঃ হাসান দেওয়ান কালু, মোঃ হোসেন দেওয়ান দলু,মোঃ সজীব,মোঃ মুঞ্জু দেওয়ান ও সুজন পোদ্দরসহ আরো বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দেলোয়ার মোল্লা ও মোঃ রাকিব মোল্লার শারিরীক অবস্থা গুরুত্বর হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার্ড করা হয়।
হামলার শিকার ভুক্তভোগী মালখানগর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিব মোল্লা ও মালখানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসন ও দলের সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন।
এ বিষয়ে মূল অভিযুক্ত ৩ জন গ্রেফতার হওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সিরাজদিথানার ওসি শাহেদ আল মামুন মুঠোফোনে জানান, মারামারির ঘটনা ঘটেছে। তিনজনকে আটক করা হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com